খ্রিষ্টীয় বিশ্বাস

কোর্সের বর্ণনা
এই কোর্সটি খ্রিষ্টীয় ঈশতত্ত্বের প্রতিটি প্রধান বিভাগ যেমন ঈশ্বর, খ্রিষ্ট, পাপ, পরিত্রাণ এবং অন্যান্য মৌলিক মতবাদগুলি বোঝতে সাহায্য করে৷ শিক্ষার্থীরা শিখবে কিভাবে ধর্মতত্ত্ব বা মতবাদের ত্রুটিগুলি এড়াতে হয়। শিক্ষার্থীদের অন্যদেরকে খ্রিষ্টীয় মতবাদ সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত করা হবে।
কোর্সের উদ্দেশ্য
(১) খ্রিষ্টীয় বিশ্বাসের মৌলিক মতবাদগুলি শেখা।
(২) মতবাদের উৎস ও কর্তৃত্ব হিসেবে বাইবেলকে সঠিকভাবে ব্যবহার করা।
(৩) মতবাদে উল্লেখযোগ্য ত্রুটিগুলি সনাক্ত করা।
(৪) যা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে গভীর করতে সাহায্য করে সেই বোধগম্যতা লাভ করা।
(৫) অন্যদের শেখানোর জন্য বিষয়বস্তু এবং পরিকাঠামো গ্রহণ করা।
পাঠের শিরোনাম
ঈশ্বরের পুস্তক
ঈশ্বরের বৈশিষ্ট্যসকল
ত্রিত্ব
মানবপ্রকৃতি
পাপ
আত্মার জগৎ
খ্রিষ্ট
পরিত্রাণ
পরিত্রাণের বিষয়সকল
পবিত্র আত্মা
খ্রিষ্টীয় পবিত্রতা
মন্ডলী
অনন্তকালীন পরিণতি
অন্তিম ঘটনাবলী
প্রাচীন বিশ্বাসসূত্র